বিগত ৫ মে ২০২২ রোজ শুক্রবার বাখুন্ডা “শেখ রাসেল মিনি স্টেডিয়াম” এ সেমি ফাইনালে কৈজুরী ইউনিয়ন একাদশ এর মুখোমুখি হয় বিগত বছরের রানারর্স আপ শক্তিশালী ডিক্রীরচর ইউনিয়ান একাদশ। এই খেলায় ডিক্রীরচর ইউনিয়ন একাদশ ট্রাইবেকারে জয় লাভ করে। কিন্তু কৈজুরী ইউনিয়ন একাদশ এর খেলোয়ার ও সমর্থকরা পরাজয় মেনে নিতে না পেরে প্রতিপক্ষ দলের উপর হামলা করে। ফলে ডিক্রীরচর ইউনিয়ন একাদশের কিছু খেলোয়ার মারাত্বক আহত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ফাইনাল খেলাটি ও একই ভেন্যুতে হওয়ার কথা ছিল, কিন্তু ডিক্রীরচর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নিরাপত্তাি জনিত কারনে ভেন্যু পরিবর্তনের আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ তাতে সারা না দেওয়ায় ডিক্রীরচর খেলাটি বয়কট করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস